স্কুল-কলেজের ইংরেজির সিলেবাস অনেকটা এরকম যে ক্লাস সিক্সের সিলেবাসের সাথে ইন্টার (HSC) এর সিলেবাস প্রায় ২০% মিলে যায়। অন্যান্য সাবজেক্টেের সিলেবাসে এরকম মিল পাওয়া যায় না। আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস সেভেনের একজন শিক্ষার্থী চাইলে SSC, HSC এর এক্সাম কোয়েশ্চেনের সাথে নিজেকে পরিচিত করে নিতে পারে এবং সেই সাথে ইংলিশে নিজের অর্জিত জ্ঞানটুকু যাচাই করে নিতে পারে। একইভাবে SSC, HSC লেভেলের একজন শিক্ষার্থী চাইলে বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আসা ইংরেজির প্রশ্নগুলো দেখে নিতে পারে। আবার, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনের সাথে BCS Preliminary Test এর ইংরেজি কোয়েশ্চেন অনেকখানি মিলে যায়।
আমাদের লক্ষ্য ইংরেজি সিলেবাসের এই মিলটাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী আগে থেকে প্রস্তুত করে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা।
বিসিএস প্রিলিমিনারি, ভার্সিটি ভর্তি পরীক্ষা, মেডিক্যাল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের উত্তরের পাশাপাশি ব্যাখ্যাগুলো এমনভাবে দেয়া হয়েছে যেন একজন শিক্ষার্থী কোন শিক্ষকের সাহায্য ছাড়াই প্রশ্নগুলো বুঝে নিতে পারে এবং নিজে নিজে চর্চা করতে পারে।
প্রশ্নের উত্তরে দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের পারমিশন ব্যতীত অন্যকোন ওয়েবসাইটে কপি করা অথবা বই বা শিট আকারে প্রকাশ করা বাংলাদেশ কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইটে কন্টেন্ট টাইপিং-জনিত অনিচ্ছাকৃত ভুলত্রুটি থাকতে পারে। ভুলগুলো কমেন্ট বক্সে উল্লেখ করে দিলে সেগুলো পরবর্তীতে সংশোধন করা হবে। ইংলিশে নিজের স্কিল যাচাইয়ের ডিজিটাল এই প্লাটফর্মটিকে আকর্ষণীয় এবং আরো কার্যকরী করতে যে কোন পরামর্শ সাদরে গ্রহন করা হবে।
— Raihan Hasan
(ACCA – English Medium)
(Founder – englearners.com)
Contact: 01611 – 82 38 65
Email: raihan_acca@yahoo.com
Facebook Comments